কক্সবাজারের উখিয়ার বালুখালী তেলীপাড়ায় রাতেই প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার রাত ১০ টায় উক্ত খেলায় বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যকার খেলা উদ্ধোধন করেন সাবেক জাতীয় দলের খেলোয়াড়,কাস্টমস ইন্সপেক্টর মানিক মজুমদার।প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম আজাদ।বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক শ.ম.গফুর,স্থানীয় আ'লীগ নেতা জহিরুল ইসলাম সোনালী,মোঃআলী সওদাগর সহ বিভিন্ন শ্রেনীপেশার ব্যক্তিবর্গ।নির্ধারিত ৪০ মিনিটের খেলায় প্রথমার্ধে এবং দ্ধিতীয়ার্ধে কোন গোল করে দলকে এগিয়ে নিতে পারেনি।ট্রাইবেকারে ৫-৫ গোলে ড্র করাই রেফারি এবং টুর্নামেন্টে পরিচালনা কমিটির সিদ্ধান্তে টসে জিতে যায় বিবাহিত দল।খেলায় প্রধান অতিথি বিজয়ী এবং বিজিত দলের মাঝে নগদ প্রাইজ মানি তুলে দেন।এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বক্তারা বলেছেন খেলাধুলা যুব ও ছাত্র সমাজকে মাদক থেকে বিরত রাখে।মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সহায়ক ভুমিকা রাখে।তাই মাদক মুক্ত পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে খেলাধুলায় ও মনোনিবেশ করা দরকার বলে মন্তব্য করেন।খেলা পরিচালনা করেন শাহাবুদ্দিন, সোহেল,ছৈয়দুর রহমান হীরা,জসিম উদ্দিন জয়,ইমরান খান,সেলিম আজাদ,রফিকুল সুমন প্রমুখ।খেলা শেষে উখিয়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম আজাদের সৌজন্যে রাতের খাবারের ব্যবস্থা করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।