সাগরে মাছ ধরা বন্ধের প্রত্যাহারের দাবীতে টেকনাফে জেলেদের মানব বন্ধন

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির,নিজস্ব প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৩শে মে ২০১৯ ০৪:৫৪ অপরাহ্ন
সাগরে মাছ ধরা বন্ধের প্রত্যাহারের দাবীতে টেকনাফে জেলেদের মানব বন্ধন

টেকনাফে জেলেদের মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ২০মে থেকে ৬৫দিন সাগরে মাছ ধরা বন্ধের সরকারী সিদ্ধান্তের পুনঃ বিবেচনা ও প্রত্যাহারের দাবীতে টেকনাফ উপজেলার সর্বস্থরের জেলেদের মানব বন্ধন ও সমাবেশ ২৩ মে বিকালে টেকনাফ উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়। মানব বন্ধন কর্মসূচীতে অংশ গ্রহন করতে উপজেলার জেলে শ্রমিক ও মালিক গণ সকাল থেকে গাড়ী ও মিছিল যোগে আসতে থাকে। এক পর্যায়ে উপজেলা এলাকায় বিশাল জনসমুদ্রে পরিনত হয়ে লোকে লোকারন্য হয়ে যায়। টেকনাফ উপজেলা নৌকা মালিক সমিতির সভাপতি মো. বেলাল উদ্দীনের সভাপতিত্বে উপজেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি সরওয়ার আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত মানব বন্ধন পুর্বক সমাবেশে  বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান নুরুল আলম, বাহার ছড়া ইউপি চেয়ারম্যান মাওঃ আজিজ উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি,টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, সদর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ নুর মোহাম্মদ গণি, বাহার ছড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোছাইন, সাংবাদিক মাওঃ সাইফুল ইসলাম সাইফী, এসময় বক্তারা গরীব অসহায় জেলেদের দাবী পুনঃ বিবেচনা করে সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য মাননীয় প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।