বিয়ে বাড়িকে ১ লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৩শে মে ২০১৯ ০৪:২০ অপরাহ্ন
বিয়ে বাড়িকে ১ লক্ষ টাকা জরিমানা

প্রতিদিনই রাজধানীজুড়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে চলছে রোজাদারদের ভেজালমুক্ত খাবার এবং নকল ও নিম্নমানের পণ্যের বিরুদ্ধে অভিযান। 

এর ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার ঢাকা মহানগরের ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাসি ইফতার বিক্রয়ের উদ্দেশ্যে কাঁচা মাংসের সাথে ফ্রিজের‌ একই চেম্বারে খোলা অবস্থায় সংরক্ষণের অপরাধে ক‍্যাফে ধানমন্ডি, সুচিলি রেস্টুরেন্ট, বিয়ে বাড়ি রেস্তোরাঁকে ১ লক্ষ টাকা করে মোট ৩ লক্ষ টাকা জরিমানা আরোপসহ রেস্টুরেন্ট ৩টি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।

লাইলাতি রেস্টুরেন্ট ও পিন্টু মিয়ার ইফতারি কে ১০ হাজার টাকা করে জরিমানা আরোপ করা হয়। অভিযানে সার্বিক তত্ত্বাবধানে মনজুর মোহাম্মদ শাহরিয়ার, উপপরিচালক। 


অভিযান পরিচালনায় ছিলেন মোঃ আব্দুল জব্বার মন্ডল, ইন্দ্রানী রায়, সহকারী পরিচালক। উক্ত তদারকি কাজে এপিবিএন-১ এর সম্মানিত সদস‍্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব‍্যাহত থাকবে।

ইনিউজ ৭১/এম.আ