নেছারাবাদে সরকারিভাবে ধান ক্রয় কর্মসুচী শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৩শে মে ২০১৯ ০৪:০৯ অপরাহ্ন
নেছারাবাদে সরকারিভাবে ধান ক্রয় কর্মসুচী শুরু

নেছারাবাদে সরকারিভাবে বোরো ধান ক্রয় শুরু হয়েছে। বৃহস্পতিবার ইন্দুরহাটের এলএসডি গোডাউনের সামনে কর্মসুচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সরকার আবদুল্লাহ আল মামুন বাবু। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিফাত সিকদার, এলএসডি গুদাম কর্মকর্তা মো মিজানুর রহমানসহ বেশক‘জন কৃষক উপস্থিত ছিলেন।গুদাম কর্মকর্তা মো মিজানুর রহমান জানান সরকারিভাবে প্রতি কেজি চাল ২৬ টাকা হিসোবে প্রতিমন এক হাজার চল্লিশ টাকায় ধান ক্রয় করা হচ্ছে।