টাঙ্গাইলের মধুপুরে রোজাদার এক অন্ধ বৃদ্ধাকে ধর্ষণে অভিযুক্ত ১৪ বছরের সোহেল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উজেলার ফুলবাগচানা ইউনিয়নের আংগারিয়া গ্রামের তোঁতা মিয়ার ছেলে। এর আগে গতকাল বুধবার ধর্ষণের শিকার ওই বৃদ্ধার ছেলে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার বাদী জানান: তার মা বয়সের ভারে অন্ধ। এখন তার বয়স ১৩০ বছর। ঠিকভাবে চলাফেরাও করতে পারে না। গত মঙ্গলবার (২১ মে) বিকেলে কেউ বাড়িতে ছিল না। সেই সুযোগে বখাটে সোহেল তাকে ধর্ষণ করে। সেদিন তার মা রোজা ছিলেন।
‘‘লোমহর্ষক সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে মা খুব কাঁদছিলেন। ঠিকমতো কথাও বলতে পারছিলেন না। ওই সময় বখাটে সোহেলকে বারবার বলেছিলেন, ‘আমাকে ছেড়ে দাও, আমি আল্লাহ্ নবীর রোজা রাখছি। রোজা থাকার কথা বলে অনেক মিনতি করলেও কোনো লাভ হয়নি।’’ পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করা হয় জানিয়ে মামলার বাদী বলেন, ‘লোকলজ্জার ভয়ে ও অসুস্থ মায়ের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে প্রথমে মামলা করতে চাইনি। বিষয়টি জানাজানি হলে আইনের আশ্রয় নেই।’
মধুপুর থানা অফিসার ইনচার্জ তারিক কামাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন: বুধবার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। একই সাথে ঘটনার প্রাথমিক সত্যতা পাই। বৃদ্ধার ছেলে ঘটনার পরদিন সন্ধ্যায় বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেন। রাতে অভিযুক্ত ধর্ষক সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় বৃদ্ধার বয়স উল্লেখ করা হয়েছে ১৩০ বছর। তিনি জানান, বৃহস্পতিবার আসামিকে আদালতে পাঠানো হবে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।