দেশ ও জাতির অগ্রগতি কামনায় আগৈলঝাড়া প্রেসক্লাবে দোয়া ও মোনাজাত

নিজস্ব প্রতিবেদক
এফ এম নাজমুল রিপন
প্রকাশিত: বুধবার ২২শে মে ২০১৯ ১০:১২ অপরাহ্ন
দেশ ও জাতির অগ্রগতি কামনায় আগৈলঝাড়া প্রেসক্লাবে দোয়া ও মোনাজাত

আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে দেশ ও জাতির অগ্রগতি কামনা করে সুধী সজ্জনদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা পরিষদ ডাক বাংলো সভা কক্ষে আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি কেএম আজাদ রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তপন বসু’র স ালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। 

ইফতার মহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী বিপুল চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু মো. সালেহ লিটন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হাসেন, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার। 

ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা অধ্যাপক (অবঃ) লিয়াকত আলী হাওলাদার, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, গৈলা মডেল সরকালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল হক, আওয়ামী লীগ নেতা ইউপি বিপুল দাস, শফিকুল হোসেন টিটু, উপজেলা জাতীয় পার্টি সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মিয়া, উপজেলা শ্রমিকলীগ সভাপতি এ্যাড. আবুল কাশেম সরদার, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সম্পাদক জাকির পাইক, ব্যবসায়ি শফিকুল ইসলাম সকুল, ছালাম হাওলাদার, প্রেসক্লাব নেতৃবৃন্দ, সদস্যবৃন্দসহ শতাধিক সুধী সজ্জন উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির অগ্রগতি এবং কল্যান কামনায় দোয়া ও মিলাদ পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. মহিবুল্লাহ, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ফজলুল হক ও থানা জামে মসজিদের পেশ ইমাম আলাউদ্দিন। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব