রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গ্রিন সিটি প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২২ মে) গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গ্রিন সিটি প্রকল্পের নির্বাহী প্রকৗশলীকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (২২ মে) তাকে প্রত্যাহার করা হয়। দু’টি তদন্ত কমিটি অনিয়মের বিষয়ে কাজ করছে বলেও জানান তিনি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গ্রিন সিটি প্রকল্পের আসবাবপত্র কেনার ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশ হলে ১৯ মে দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়।
পরিকল্পমন্ত্রী এমএ মান্নানও তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ তদন্ত টিম পাঠানোর কথা বলেছেন। সেসব তদন্ত রিপোর্ট প্রকাশের আগেই প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমকে প্রত্যাহার করা হলো।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।