ঈদে বিআরটিসির ৬০০ স্পেশাল বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২২শে মে ২০১৯ ০৭:৩৬ অপরাহ্ন
ঈদে বিআরটিসির ৬০০ স্পেশাল বাস

ঈদের আগেই সড়কে বিআরটিসির ৬০০ বাস নামানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরই মধ্যে ১৭৯টি বাস দেশে এসেছে বলেও জানান তিনি। বুধবার (২২ মে) সচিবালয়ে নিজ দফতরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই কথা জানান ওবায়দুল কাদের।

এর আগে তিনি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাসের সঙ্গে বৈঠক করেন। ওবায়দুল কাদের বলেন, ভারতের যে দল বা জোট ক্ষমতায় আসুক তাদের সাথে বাংলাদেশের সুসম্পর্ক থাকবে। ভারতের নির্বাচনের পর দুদেশের অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হবে।পাশাপাশি দুদেশের যোগাযোগ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

ধানের চলমান সংকট প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, সরকার কৃষক বান্ধব। আগুন জ্বালিয়ে ধান পুড়িয়ে সমস্যার সমাধান হবে না।ধানের দাম নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ সময় ধানের দাম নিয়ে সংকট ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব