পাওনাদারকে কুপিয়ে আহত, চেয়ারম্যান কারাগারে

নিজস্ব প্রতিবেদক
আল-আমিন মিয়া, উপজেলা প্রতিনিধি পলাশ (নরসিংদী)
প্রকাশিত: বুধবার ২২শে মে ২০১৯ ০৬:১১ অপরাহ্ন
পাওনাদারকে কুপিয়ে আহত, চেয়ারম্যান কারাগারে

নরসিংদীর পলাশ উপজেলায় হানিফ মিয়া (২৫) নামে এক পাওনাদারকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত ও তার বাড়িঘরে হামলার ঘটনার মামলায় জালাল উদ্দিন নামে এক প্যানেল চেয়ারম্যানসহ ৫ জনকে কারাগারে প্রেরণ কারেছে আদালত। বুধবার সকালে নরসিংদী জেলা দায়রা জজ আদলতে হাজির হলে আদালত তাদের জামিন বাতিল করে জেলহাজাতে প্রেরণ করে।

এর আগে গত ২৪ এপ্রিল উচ্চ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাদের ৫ সপ্তাহের জন্য জামিন দেয়। বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এ.বি সিদ্দিক। গত ১৮ এপ্রিল মামলাটি করেন আহতের বড় ভাই নবিউল্লাহ। মামলার আসামীরা হলেন, ডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের মেম্বার (প্যানেল চেয়ারম্যান) জালাল উদ্দিন, তার ছেলে মাছুম মিয়া, ভাতিজা  আল আরাফাত, ভাগিনা ফারুক ও চাচাতো ভাই জাকির হোসেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এ.বি সিদ্দিক জানান, গত ১৩ এপ্রিল ডাঙ্গার ভিরিন্দা গ্রামে পাওনা টাকা চাইতে গিয়ে জালাল উদ্দিন ও তার সহযোগীদের হামলায় গুরুত্বর আহত হয় হানিফ নামে এক যুবক। হামলাকারীরা হানিফের বাড়ি-ঘরেও ভাঙচুর চালায়। এ ঘটনায় হানিফের বড় ভাই মাললা দিলে আসামীপক্ষ উচ্চ আদালদ থেকে ৫ সপ্তাহের জামিন নেয়। সেই জামিনের মেয়াদ শেষ হলে নিন্ম আদালত তাদের পূণরায় জামিন না দিয়ে জেলহাজতে প্রেরণ করে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব