বাউফলে কেশবপুর ইউপির উন্মুক্ত বাজেট সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২২শে মে ২০১৯ ০৫:২৪ অপরাহ্ন
বাউফলে কেশবপুর ইউপির উন্মুক্ত বাজেট সভা

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের আয় ব্যয়ের সম্বলিত উন্মুক্ত বাজেট ঘোষনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় পরিষদের সভা কক্ষে ইউপি চেয়ারম্যান এ্যাড. মহিউদ্দিন লাভলু’র সভাপতিত্বে ওই উন্মুক্ত বাজেট ঘোষনা করেন ইউপি সচিব মো: নূরুজ্জামান। 

বাজেটে ২০১৯-২০২০ অর্থ বছরে রাজস্ব ও উন্নয়ন খাত মিলিয়ে সম্ভাব্য আয় ২ কোটি ৪৭লক্ষ ৮৮হাজার ২৯ টাকা এবং সম্ভাব্য ব্যয় ২কোটি ৪৬ লক্ষ ৭৭হাজার ৪শ ৭৯টাকা ব্যয় দেখানো হয়। এছাড়াও উদ্ধুত তহবিল রাজস্ব দেখানো হয় ১লাখ ১০হাজার ৫শ ৫০ টাকা। সভায় শুভেচ্ছা বক্তৃতায় চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু বলেন, সকল দিক বিবেচন করে বাজেট পেশ করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ বন্ধসহ কৃষকের উন্নয়নের জন্য বাজেটে প্রযাপ্ত অর্থ বরাদ্ধ রাখা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোসা: লিপি বেগম, সাবেক ইউপি সদস্য মো: হাবিবুর রহমান।  এছাড়া ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব