
প্রকাশ: ২২ মে ২০১৯, ২২:৩৮

পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির দুই পক্ষের দ্বন্দ্বে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করে বাস চলাচল শুরু হয়েছে। বুধবার (২২ মে) দুপুরে জেলা প্রশাসক, পৌর মেয়র ও রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে বাস চলাচল শুরু করে শ্রমিকরা।
মালিক সমিতির সভাপতি রিয়াজ মৃধা ও সেক্রেটারি গোলাম মাওলা দুলু মৃধার বিরুদ্ধে দীর্ঘ ১১ বছর ধরে পেশিশক্তি প্রয়োগ করে অবৈধ কমিটির ওই পদে বহাল ও অনিয়ম দুর্নীতির অভিযোগে এনে ৯০ শতাংশ মালিক পক্ষ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেয়। গত ২০ মে সংবাদ সম্মেলন করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা দেয় সাধারণ সদস্যরা। নতুন আহ্বায়ক কমিটি বাস টার্মিনালের সমিতি ঘরে ঢুকতে যান। এসময় অবৈধ মালিক সমিতির সভাপতি রিয়াজ মৃধা ও সেক্রেটারি গোলাম মাওলা মৃধার নেতৃত্বে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। দুই পক্ষের সংঘর্ষে নতুন আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান, মিজানুর রহমান মুন্সি, বাবুল গাজী, বেলাল মৃধা আহত হন। এর জের ধরে অভ্যন্তরীণ আন্তঃজেলার বাস ধর্মঘটের ডাক দিয়েছিলো জেলা শ্রমিক ইউনিয়ন।

ইনিউজ ৭১/এম.আর