বাসে অতিরিক্ত ভাড়া, ২ লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২২শে মে ২০১৯ ০৪:১৩ অপরাহ্ন
বাসে অতিরিক্ত ভাড়া, ২ লক্ষ টাকা জরিমানা

পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের ভেজালমুক্ত খাবার এবং নকল ও নিম্নমানের পণ্যের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান হয়ে আসছে। প্রতিদিনই রাজধানীজুড়ে অভিযান চালানো হচ্ছে। এ অভিযানের অংশ হিসেবে এবার ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে বাড়তি ভাড়ার বিষয়ে দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়। 

এ অভিযানে ঢাকা মহানগরীর মহাখালী বাসস্ট্যান্ডে অবস্থিত বাস কাউন্টারে অভিযান এবং টিকিটের মূল্য তালিকা না টানানোর অপরাধে এস আর ট্রাভেলসকে ৪০ হাজার টাকা এবং এস আই পরিবহনকে ৪০ হাজার টাকা এবং কল্যাণপুর বাসস্ট্যান্ডে অবস্থিত শাহ ফতেহ আলী পরিবহনকে ৪০ হাজার টাকা, হানিফ পরিবহনকে ৪০ হাজার টাকা এবং নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে টিকিট বিক্রি করার অপরাধে এস আর ট্রাভেলসকে ৪০ হাজার টাকাসহ ৫ পরিবহনকে সর্বমোট ২ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়। 

ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শাহরিয়ার শাহেদ সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন মুহাম্মদ আবদুল জব্বার মন্ডল ও আফরোজা রহমান। উক্ত তদারকি কাজে এপিবিএন-১ ও ১১ এর সম্মানিত সদস্যগণ এবং দারুস সালাম থানা পুলিশ ও তেজগাঁও থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব