কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্ট বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এক হাজার একশত বিশ ইয়াবা সহ এক নারী পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় একটি মোবাইল সেট জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও মোবাইল সেটের দাম তিন লাখ ৩৭ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছেন। সোমবার রাতে এ অভিযান চালানো হয়।গ্রেফতারকৃত নারীর নাম হল মমতাজ বেগম (৪৫)।
সে কক্সবাজার জেলার নাপিত খালি গ্রামের মৃত খলিল আহমদের স্ত্রী বলে বিজিবি জানিয়েছেন।বিজিবি জানিয়েছেন, গত সোমবার রাতে উখিয়ার বালুখালি হতে পায়ে হেঁটে কক্সবাজার যাওয়ার পথে মরিচ্যা যৌথ চেকপোস্ট অতিক্রম করার সময় বিজিবির সন্দেহ হলে তাকে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে ইয়াবার আছে বলে স্বীকার করেন। ৩৪বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আশরাফ উল্লাহ রনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্যজানানো হয়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।