মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে পঞ্চম ধাপে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছন বনিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুষার ভুইয়া। এই পদে তার সাথে প্রতিদ্বন্দ্বি হিসেবে আরো চার জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলামের কাজে তারা মনোনয়ন পত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীরা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান সাহাবুদ্দিন হাওলাদার, মো. জাহিদুল ইসলাম, মাহামুদ হোসেন আরিফ, আব্দুল্লা আল মাসুদ।
নির্বাচনকে সামনে রেখে তুষার ভুইয়া সাংবাদিকদের বলেন, আমি জনগনের ভালবাসায় নির্বাচনের মাঠে নেমেছি জনগনের প্রতি আমার আস্থা আছে জনগণ আমাকে ভোট দিবে। জনগণ যদি ভোটকেন্দ্র জেতে পারে তাহলে আমি জয়ি হব ইনশাল্লাহ। তুষার ভুইয়া আরো বলেন, নির্বাচনে জয়ী হয়ে আমার মুল কাজ হবে মাদক সন্ত্রাসের বিরুদ্ধে। জনগনের পাশে থেকেই জনগনের সেবা করতে চাই। তফসিল অনুযায়ী, আগামি ২৩ মে অনুষ্ঠিত হবে যাচাই বাছাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৩০ মে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৮ জুন। মাদারীপুর সদর উপজেলায় ১৫টি ইউনিয়নের ১১৪টি ভোট কেন্দ্রে ৫২০টি কক্ষে মোট ভোটারের সংখ্যা ২৬৬৫১৫টি,এর মধ্য পুরুষ ভোটার ১৩৫৩৪৫, এবং মহিলা ভোটার ১৩১১৭০ জন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।