ইন্দুরকানীতে সাঁতার কাটতে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২১শে মে ২০১৯ ০৮:৪৭ অপরাহ্ন
ইন্দুরকানীতে সাঁতার কাটতে গিয়ে  স্কুলছাত্রীর মৃত্যু

পিরোজপুুরের ইন্দুরকানীতে খালে সাতার কাটতে গিয়ে পানিতে ডুবে মোসাঃ সেতু আক্তার (১০) নামের এক পঞ্চম শ্রেনীর ছাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার বালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

জানাগেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে বালিপাড়া বাসা সংলগ্ন একটি খালে সেতু আক্তার একা একা সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে যায়। এসময় পার্শ্ববর্তী একটি স্ব’মিলের শ্রমীকরা তাকে সাতার কাটতে দেখেন। কিছু সময় পড়ে মেয়েটিকে না দেখে তাদের সন্দেহ হলে দ্রুত তারা মেয়েটিকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

সেতু আক্তার ২৯ নং পূর্ব চরবলেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর মেধাবী ছাত্রী ও বালিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম জাহাঙ্গীর হাওলাদারের পালিত কন্যা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব