গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের বেড়া ডাকুরি পশ্চিমপাড়া গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা ও পুত্র নিহত হয়। নিহতদের নাম কল্পনা বেগম ও আকাশ মিয়া। কল্পনা বেগম ওই গ্রামের বাদল মিয়ার স্ত্রী।
রাত সাড়ে আটটায় ঝাওয়াইল ইনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে জানান, ঝড়ের পর বিদ্যুৎ লাইনের তার কলাগাছের সাথে ঝুলছিল। কল্পনা বেগম কলাগাছ কাটতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।
তাকে ছাড়াতে গিয়ে ১২ বছর বয়সের পুত্র আকাশ ও বিদ্যুৎ স্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তারা দুজন মারা যান। এলাকায় শোকের ছায়া নেমে আসে। থানা পুলিশ জানায় তারা কোনো লিখিত অভিযোগ পায়নি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।