পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের ভেজালমুক্ত খাবার এবং নকল ও নিম্নমানের পণ্যের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। প্রতিদিনই রাজধানীজুড়ে এ অভিযান চালানো হচ্ছে। এ অভিযানে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস এলাকায় অবস্থিত রসের কারখানা পরিদর্শন এবং বিপুল সংখ্যক মাছি মিষ্টির উপর পড়ে থাকা, ঘি বানানোর জন্য ক্রিম এর মধ্যে ফড়িং ডুবে থাকা, দই এর অ্যাডভান্স উৎপাদন তারিখ দেয়াসহ বিভিন্ন অনিয়মে ৪ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়।
কোনাপাড়ায় অবস্থিত কুমিল্লা মিষ্টান্ন ভান্ডারকে চরম অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সামগ্রী উৎপাদন ও পক্রিয়াকরণের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানাসহ সাময়িক বন্ধ রাখা হয়। অবৈধ প্রক্রিয়ায় মশার কয়েল উৎপাদন ও প্রক্রিয়াকরণের অপরাধে এ্যাটাক কিং (ATTACK KING) নামক মশার কয়েল কারখানাকে ৪ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়।
অভিযানে সার্বিক তত্ত্বাবধানে মনজুর মোহাম্মদ শাহরিয়ার, উপপরিচালক। অভিযান পরিচালনায় মোঃ আব্দুল জব্বার মন্ডল, ইন্দ্রানী রায়, সহকারী পরিচালক। অভিযানটি প্রচারের জন্য কৃতজ্ঞতা জানাই ইনিউজ ৭১, DBC TV, RTV, BANGLA TVসহ সংশ্লিষ্ট মিডিয়া কর্তৃপক্ষের প্রতি। উক্ত তদারকি কাজে এপিবিএন-১১ এর সম্মানিত সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।