
প্রকাশ: ২১ মে ২০১৯, ২৩:৫৮

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী একজন দুঃখী মানুষ। কারণ তিনি ভারতীয় এবং ইসরাইলী বাহিনীর কাছে বন্দী। তিনি দিনের আলো দেখেন না। মঙ্গলবার (২১ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পেশাজীবী পরিষদের আয়োজনে খালেদা জিয়ার রোগ মুক্তি ও সু-চিকিৎসা এবং নি:শর্ত মুক্তি ও গনতন্ত্র পুন:প্রতিষ্ঠার দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আল্লাহ যখন আপনাকে জিজ্ঞেস করবেন, হাসিনা আপনি কোনো ভালো কাজ করেছেন কি না তখন আপনি কি জবাব দিবেন। তাই বেগম জিয়াকে মুক্তি দিয়ে আপনি ভালো কাজ করেন। সাংবাদিক শওকত মাহমুদের সভাপতিত্বে এবং ড. জাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খন্দকার মাহবুব হোসেন, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ডিইউজে সভাপতি কাদের গণি, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দ।


ইনিউজ ৭১/টি.টি. রাকিব