পটুয়াখালী বাউফলের ৩০ টি মসজিদ ও মন্দির এবং সামাজিক বনায়নের ২০ জন উপকারভোগীদের মাঝে সহায়তার চেক প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টায় বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সুভ্রা দাসের সভাপতিত্বে এবং কৃষি কর্মকর্তা আরাফাত রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও দশম সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই সহায়তার চেক উপকারভোগীদের হাতে তুলে দেন। বিতরণকৃত চেকের মধ্যে মন্দির ও মসজিদের জন্য ৪ লাখ এবং বনায়নের জন্য ৮ লাখ টাকার চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ নব নির্বাচিত চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান ও উপজেলা বন কর্মকর্তা বেলায়েত হোসেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সুধী ও সাংবাদিকবৃন্দ।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।