রাতের অন্ধকারে ঘরে ঢুকে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মো. রফিক (২১) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তিনটহরী ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত রফিক ১নং ওয়ার্ড বড়বিল এলাকার ওহাব মিয়া সওদাগরের ছেলে। তিনি চট্টগ্রামের হোটেলবয় হিসেবে কাজ করতেন। স্থানীয়রা জানান, রমজানে মাসে হোটেল বন্ধ থাকায় রফিক উপজেলার তিনটহরী ইউনিয়নের বাড়িতে ছিলেন। সোমবার রাতের অন্ধকারে তার ঘরে ঢুকে দুর্বৃত্তরা রফিককে শ্বাসরোধে হত্যা করে চলে যায়। পরে ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ধারণা করা হচ্ছে, পরকীয়ার জেরে রফিক মিয়াকে প্রথমে শ্বাসরোধ ও পরে তার কানে নিচে ধারালো কিছু দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের স্ত্রী রোখসানা আক্তারকে থানায় নিয়ে যায়। মানিকছড়ি থানার ওসি মো. আবদুর রশিদ বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে থানায় নিয়ে আসা হয়েছে। সকালে মৃতদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।