টাঙ্গাইলের ধনবাড়ীতে স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত রুমা আক্তার (১৭) পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তিনি ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের চকভিকি গ্রামের বেলাল হোসেনের স্ত্রী এবং একই গ্রামের আব্দুস ছামাদের মেয়ে। ওই ঘটনায় সোমবার দুপুরে স্বামী বেলাল হোসেনকে আটক করেছে পুলিশ।
অভিযোগে জানা গেছে, রোববার দাম্পত্য কলহের জেরে স্বামী বেলাল হোসেনের শারীরিক নির্যাতন পরবর্তীতে অতিরিক্ত রক্তক্ষরণে রুমা আক্তারের মৃত্যু হয়। তিনি অভিযুক্তের দ্বিতীয় স্ত্রী ছিলেন। নির্যাতনের পর আহত রুমাকে প্রথমে ধনবাড়ী ও পরে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। রোববার রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার সূত্রে জানা যায়, বেলালের প্রথম স্ত্রী রোজিনা আবার সংসারে ফিরে আসবেন- এমন গুঞ্জনে রুমা ও বেলাল দম্পতির মধ্যে কলহ হয়। বেকার বেলাল বিভিন্ন সময়ে দ্বিতীয় স্ত্রী রুমার ওপর নির্যাতন চালাতেন।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। বেলালকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলাও প্রক্রিয়াধীন রয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।