হিজলায় চিংড়ি রেণুসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২০শে মে ২০১৯ ০৮:২৪ অপরাহ্ন
হিজলায় চিংড়ি রেণুসহ আটক ৩

চব্বিশ হাজার চিংড়ি রেণু  সহ ৩ জনকে আটক করেছে হিজলা নৌপুলিশ সদস্যরা। বরিশালের হিজলা উপজেলার দূর্গাপুর লঞ্চ ( থানার ঘাট ) এলাকা থেকে ১৯ মে রবিবার রাত ১১ টার দিকে একটি ট্রলারে বহন করা ২ টি নীল রংয়ের প্লাস্টিকের ড্রামে চিংড়ি রেণু সহ সাতক্ষীরার আমজাদ হোসেন, মেহেন্দিগঞ্জের চরলতার মোঃ শামীম এবং চুনারচরের মোঃ ইকবাল কে আটক করে হিজলা নৌপুলিশ সদস্যরা। 

রাতেই তাদেরকে হিজলা নৌপুলিশ ফারিতে আটকে রাখা হয়। ২০ মে সোমবার হিজলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মোঃ আমীনুল ইসলাম, তাদের তিন জনকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি আটককৃত ট্রলারটি ভেঙ্গে ধ্বংস করার নির্দেশ দেয়া হয়  নৌপুলিশকে। পরে উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী জোসনা বেগমের উপস্থিতিতে চিংড়ি রেণু গুলো নদীতে অবমুক্ত করা হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব