কক্সবাজার-টেকনাফ সড়কের সদর উপজেলার লিংক রোড স্থানে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার (২০ মে) ভোররাতে ঝিলংজা লিংরোড এলাকা থেকে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ‘যশোরের জিকরগাছা এলাকার আতিয়ার রহমানের ছেলে তারেক হোসেন (২৭) ও সাতক্ষীরার কলারোয়া এলাকার মৃত ঝড় গাজীর ছেলে শরীফুল ইসলাম (৩৫)।
র্যাব জানায়, টেকনাফ থেকে কক্সবাজারমুখী একটি ট্রাকে তল্লাশি করার সময় তেলের ট্যাংকের ভেতর থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তারা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। সোমবার বিকেল তিনটার দিকে কক্সবাজার র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘ইয়াবাসহ আটক দুইজনের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।