রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প ও নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা নিয়ে গণমাধ্যমে যে সংবাদ প্রচারিত হয়েছে, তা কাল্পনিক ও অনুমান নির্ভর বলে দাবি করেছে পরমাণু শক্তি কমিশন। সোমবার (২০ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ দাবি করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পরমাণু শক্তি কমিশন দাবি করে, প্রকল্পে যে সকল কর্মকর্তা-কর্মচারী কাজ করেন তারা সরকারি কাঠামো অনুযায়ী বেতন ভাতা গ্রহণ করছেন। এছাড়া প্রকল্প পরিচালক ও উপ-প্রকল্প পরিচালক রূপপুর পারমানবিক কেন্দ্র থেকে কোনো বেতন ভাতা গ্রহণ করেন না। তারা শুধুমাত্র পরমাণু শক্তি কমিশন থেকে নিয়মিত বেতন নেন।
এছাড়া এখন পর্যন্ত রূপপুর পারমানবিক কেন্দ্রে কোনো ধরনের গাড়িচালক ও বাবুর্চি নিয়োগই করা হয়নি বলেও দাবি করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। তবে যে আসবাবপত্র নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা চলছে, তা নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে কোনো বক্তব্য দেয়নি পরমাণু শক্তি কমিশন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।