মির্জাগঞ্জ আউটলেটে পল্লী বিদ্যুতের বিল নেয়ার কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক
উত্তম গোলদার
প্রকাশিত: সোমবার ২০শে মে ২০১৯ ০৩:৪৫ অপরাহ্ন
মির্জাগঞ্জ আউটলেটে পল্লী বিদ্যুতের বিল নেয়ার কার্যক্রম শুরু

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের মির্জাগঞ্জ আউটলেটে পল্লী বিদ্যুৎ বিল জমা নেয়ার কাজ শুরু হয়েছে। গতকাল রবিবার সকালে পল্লী বিদ্যুৎ বিলের টাকা জমা দেয়ার মাধ্যেমে এর উদ্বোধন করেন ইসলামী ব্যাংক মির্জাগঞ্জ আউটলেটের ম্যানেজার মোঃ জলিল মিয়া।

এ সময়ে এখানে উপস্থিত ছিলেন,ইসলামী ব্যাংক মির্জাগঞ্জ আউটলেটের ইনচার্জ ইঞ্জিনিয়ার মোঃ মিজানুর রহমান,ক্যাশিয়ার এম.এস.টি ইয়ানি বেগমসহ গন্যমান্যে ব্যাক্তিগন। ইসলামী ব্যাংক মির্জাগঞ্জ আউটলেটে পল্লী বিদ্যুতের বিল নেয়ার কার্যক্রম শুরু হওয়ায় এ এলাকার পল্লী বিদ্যুতের গ্রাহককে আর কষ্ট করে অন্য ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়াতে হবেনা। এখন থেকে যে কেউ এসে সহজে বিল জমা দিতে পারবেন বলেন জানান ব্যাংকের ইনচার্জ। 

ইনিউজ ৭১/এম.আ