রাঙ্গামাটিতে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২০শে মে ২০১৯ ০১:১০ অপরাহ্ন
রাঙ্গামাটিতে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

রাঙ্গামাটির রাজস্থলীতে ক্য হ্লা চিং মারমা (৪০) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। চন্দ্রঘোনা থানার ওসি মো. আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রোববার মধ্যরাতে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত ক্য হ্লা চিং মারমা উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। 

ওসি মো. আশরাফ উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানার চেষ্টা চলছে বলে জানান ওসি। বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউমং মারমা জানান, রোববার রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ক্য হ্লা চিং মারমাকে গুলি করে হত্যা করে। এ হত্যাকাণ্ডের ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেন তিনি।

ইনিউজ ৭১/এম.আ