চট্টগ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. মনসুর (৪০) নামে ছিনতাই মামলার এক আসামি নিহত হয়েছেন। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত ) মো.কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে নগরের কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এই ঘটনা ঘটেছে। পরিদর্শক (তদন্ত ) মো.কামরুজ্জামান বলেন, রোববার রাতে একটি সিএনজি চালিত অটোরিকশায় থাকা যাত্রীদের লক্ষ্য করে ছিনতাইয়ের জন্য পিছু নেয় এক ছিনতাইকারী। ওই সময় টহল পুলিশ মনসুরকে বহনকারী গাড়ির পিছু নিলে একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে ওই দুর্বৃত্ত। তখন আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
পরে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার কাছে থাকা কাগজপত্র দেখে নিশ্চিত হওয়া যায়, নিহত ব্যক্তি ছিনতাই মামলার আসামি মনসুর। তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ছিনতাইয়ের ঘটনার চারটি মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।