কবি হেলাল হাফিজ গুরুতর অসুস্থ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২০শে মে ২০১৯ ১১:৩৯ পূর্বাহ্ন
কবি হেলাল হাফিজ গুরুতর অসুস্থ

‘যে জলে আগুন জ্বলে’র কবি হেলাল হাফিজ গুরুতর অসুস্থ। সোমবার (২০ মে) চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হতে পারে বলে জানা গেছে। জানা যায়, সপ্তাহখানেক আগে কবি হাফিজের জ্বর হয়। শুক্রবার রাতে অবস্থা খারাপ হলে কবির প্রিয়জন কবি-সাংবাদিক মাহমুদ হাফিজ, কবি-সাংবাদিক আবদুল মান্নান শনিবার (১৮ মে) তাঁকে হাসপাতালে নেয়ার চেষ্টা করেন। আকস্মিক হাসপাতালে ভর্তির ব্যাপারে মানসিকভাবে প্রস্তুত না থাকায় শেষমেশ তাকে ভর্তি করানো যায়নি।
চিরকুমার হেলাল হাফিজ তোপখানার একটি হোটেলে নিঃসঙ্গ থাকেন। জাতীয় প্রেসক্লাবের ক্যান্টিনে খাওয়া দাওয়া করেন এবং বেশিরভাগ সময় জাতীয় প্রেসক্লাবে সময় কাটান।

দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, চোখের গ্লুকোমা, শ্বাসকষ্ট এবং নিউরোলজির সমস্যায় ভুগছেন তিনি। নিঃসঙ্গ-নির্মোহ কবি নিজের চিকিৎসার ব্যাপারে বরাবরই উদাসীন। ইতোপূর্বে বারবার চেষ্টা করেও তাঁকে হাসপাতালে ভর্তি করা যায়নি। এবার শারীরিক অবস্থা খারাপ হওয়াতে তিনি হাসপাতালে ভর্তি হবার ব্যাপারে মত দিয়েছেন। রোববার (১৯ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, কবি হাসান হাফিজ, সাংবাদিক আবদুল মান্নান প্রমুখ ভর্তির ব্যাপারে কবির সঙ্গে আলাপ আলোচনা করেছেন। সাংবাদিক আবদুল মান্নান জানিয়েছেন, কবিকে সোমবার হাসপাতালে নেয়ার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

ইনিউজ ৭১/এম.আ