পেশাদার চালক ছাড়া কেউ গাড়ি চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১৯শে মে ২০১৯ ১০:২৫ অপরাহ্ন
পেশাদার চালক ছাড়া কেউ গাড়ি চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকার পার্শ্ববর্তী রাস্তা ও বিভিন্ন সেতুর উন্নয়ন কাজ হওয়ায় এবার যানজট নিয়ন্ত্রণে থাকবে এবং ঘরমুখী মানুষের ভোগান্তি হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে, যানজট এড়াতে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী তৎপর থাকবে এবং পেশাদার চালক ছাড়া গাড়ি চালাতে পারবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে আলাদা ব্রিফিংয়ে সাংবাদিকদের তারা এ আশ্বাস দেন। প্রতি বছর ঈদ উল ফিতর সামনে রেখে কয়েকদিন আগে থেকেই ঢাকার পার্শ্ববর্তী রাস্তায় তীব্র যানজটে দেখা দেয়ায় ঘরমুখী মানুষকে ইতোমধ্যে দুর্ভোগে পড়তে হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-চট্টগ্রাম ও গাজীপুর চৌরাস্তাসহ বিভিন্ন সড়কে।

এ অবস্থার অবসান ঘটাতে ঈদুল ফিতরের আগেই নানা উদ্যোগ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, আইনশৃঙ্খলা ও যানজট নিরসন সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, ঈদে রাজধানীসহ সারা দেশে ব্যাপক নিরাপত্তা জোরদারের পাশাপাশি, ঘরমুখী মানুষের ভোগান্তি কমাতে উদ্যোগ নেয়া হবে। এদিকে, চিকিৎসা শেষে দেশে ফেরার পর সচিবালয়ে নিজ কর্মস্থলে এসে ঈদে নানা ভোগান্তি কমাতে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সড়ক ও সেতুর উন্নয়নের কারণে এবার সবার জন্য ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।

তিনি বলেন, আগামী ২৫ তারিখে মেঘনা-গোমতি সেতুর উদ্বোধন হবে। এরফলে ঢাকা-চট্টগ্রাম রোডে ঈদের সময় যে ভোগান্তি সেটা কমে যাবে। সম্পূর্ণ সহনীয় মাত্রায় থাকবে। এটা আমি বলতে পারি, মানুষের যাত্রাটা এবার স্বস্তিদায়ক হবে। মৃত্যুর কাছ থেকে ফিরে আসায় অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ করবেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রথম ইনিংস শেষ করেছি। ইনশাল্লাহ এবার দ্বিতীয় ইনিংস শুরু করবো।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব