
প্রকাশ: ১৯ মে ২০১৯, ৪:২৫

ঢাকার পার্শ্ববর্তী রাস্তা ও বিভিন্ন সেতুর উন্নয়ন কাজ হওয়ায় এবার যানজট নিয়ন্ত্রণে থাকবে এবং ঘরমুখী মানুষের ভোগান্তি হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে, যানজট এড়াতে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী তৎপর থাকবে এবং পেশাদার চালক ছাড়া গাড়ি চালাতে পারবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে আলাদা ব্রিফিংয়ে সাংবাদিকদের তারা এ আশ্বাস দেন। প্রতি বছর ঈদ উল ফিতর সামনে রেখে কয়েকদিন আগে থেকেই ঢাকার পার্শ্ববর্তী রাস্তায় তীব্র যানজটে দেখা দেয়ায় ঘরমুখী মানুষকে ইতোমধ্যে দুর্ভোগে পড়তে হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-চট্টগ্রাম ও গাজীপুর চৌরাস্তাসহ বিভিন্ন সড়কে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব