স্কুলছাত্রীকে বিয়ে দিয়ে স্বামীর কাছে পাঠাতে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১৯শে মে ২০১৯ ০৭:৩০ অপরাহ্ন
স্কুলছাত্রীকে বিয়ে দিয়ে স্বামীর কাছে পাঠাতে নির্যাতন

নেছারাবাদে পশ্চিম নান্দুহার গ্রামে দশম শ্রেণী পড়ুয়া সাদিয়া ইসলাম নামে এক শিক্ষার্থীকে জোড় করে বিয়ে দিয়ে স্বামীর ঘরে পাঠানোর চেষ্টা চালাচ্ছে নিজ পিতা রফিকুল ইসলাম ও মা মরিয়াম বেগম। বাবা মায়ের পছন্দের ছেলের সাথে যেতে আপত্তি করায় মেয়েকে প্রতিনিয়ত মারধর করে যাচ্ছেন নিজ (মেয়ের) বাবা ও মা। এঘটনায় তের বছর সাত মাস বয়সি ওই বালিকা বধূ সাদিয়া ইসলাম বাবা,মা সহ কথিত স্বামীর বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছে। গত ১৬ মে(বৃহস্পতিবার) মেয়েটি পালিয়ে প্রতিবেশির সহায়তায় উপজেলা সদরে এসে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু বরাবর ওই অভিযোগ করে।

সাদিয়ার অভিযোগে জানাযায়, গত জানুয়ারি মাসে সাদিয়ার মা (মরিয়াম বেগম) মেয়েকে বেড়াবার কথা বলে খুলনায় তাদের এক আত্মীয়র বাসায় নিয়ে যায়। সেখানে গিয়ে সাদিয়ার অমতে জোড় করে তাদের আত্নীয়ের পরিচিত আলম মিয়া নামে এক যুবকের সাথে তাকে বিবাহ দেয়। মেয়েকে বিবাহ দিয়ে খুলনায় তাকে খুলনায় রেখে মা মরিয়াম বেগম চলে আসেন। সাদিয়া সেখানে স্বামীর কাছে পড়াশুনার কথা বললে স্বামী আলম মিয়া তাকে বেদম প্রহার করে। এক পর্যায়ে মেয়েটি কাউকে কিছু না বলে সেখান থেকে পালিয়ে বাবার বাড়ী চলে আসে। বাবা ও মায়ের কাছে স্বামীর ঘর না করা সহ পড়াশুনা করার জন্য সাদিয়া আবদার জানায়। এতে তার বাবা ও মা আরো ক্ষিপ্ত হয়ে তাকে জোড় করে পূনরায় স্বামীর কাছে পাঠাতে চায়। এতে মেয়েটি আপত্তি জানালে বাবা রফিকুল ইসলাম ও মা মরিয়াম বেগম তাকে দিনের পর দিন নির্যাতন চালিয়ে যাচ্ছেন।

ওই মেয়েটির সাংবাদিকদের কাছে আকুতি করে জানায় এই বয়সে সে স্বামীর সংসার না করে সমাজের আর পাচটা মেয়ের মত পড়াশুনা চালিয়ে যেতে চায়। 
সাদিয়ার দাদা বৃদ্ধ দাদা মকবুল হোসেন বলেন, তার ছোট্ট নাতনী মেয়েটিকে ফুসলিয়ে নিয়ে তার বাবা মা দূরে নিয়ে বিয়ে দিয়েছে। মেয়ে স্বামীর কাছে যেতে আপত্তি করায় নাতনী সাদিয়াকে প্রতিনিয়ত মারধর করে। তিনি তাতে বাধা দেওয়ায় ছেলে (মেয়ের বাবা) তাকেও মারধর করা সহ অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এ ব্যাপারে ওই এলাকার ইউপি সদস্য কবির মিয়া বলেন, তার (সাদিয়ার) বাবা খুবই বদমেজাজি ও একরোখা। কেউ কিছু বললেই তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব