কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে বজ্রপাতে আব্দুস শুকুর নামে এক বায়োবৃদ্ধ রোহিঙ্গা মারা গেছে। আহত হয়েছে আরো দুই রোহিঙ্গা। রোববার সকালে ক্যাম্প ফাইভ এর চাঁদমিয়ার ছড়া খেলার মাঠ এ ঘটনা ঘটে। কুতুপালং ক্যাম্প ফাইভ এর মাঝি মোহাম্মদ ইউছুফ জানান, রোববার সকালে হঠাৎ করে ক্যাম্পে বজ্রপাতসহ ঝড়ো বাতাস শুরু হয়।
হঠাৎ বিকট শব্দে বজ্রপাতের সাথে সাথে ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গা আব্দুস শুকুর ঘটনাস্থলেই মারা যায়। আহত দুই রোহিঙ্গাকে স্থানীয় রোহিঙ্গা সেবিত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা এখনো শঙ্কামুক্ত নয় বলে জানান, ক্যাম্পের এই নেতা।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।