
প্রকাশ: ১৮ মে ২০১৯, ৩:৫৫

চাঁদপুরের কচুয়ায় আড়াই কিলোমিটার সড়কের পাকাকরণ শেষ হয়েছে মঙ্গলবার। তবে কাজ শেষ করার দুই দিনের মাথায় উঠে যাচ্ছে সড়কের পিচ। কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। কচুয়া উপজেলার মনপুরা গ্রামে কচুয়া-কাশিমপুর হাইওয়ে সড়ক থেকে মনপুরা গ্রামের মাদ্রাসা পর্যন্ত আড়াই কিলোমিটার পাকাকরণের জন্য ২০১৫ সালে দরপত্র আহ্বান করা হয়। তবে, শুরু থেকেই ঠিকাদারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ। স্থানীয় একজন বলেন, এই কাজে ব্যবহৃত ইট বালু পাথর সবই নিম্নমানের। রাস্তার দুই পাশের রেলিংয়ে ভাল ইট ব্যবহারের বদলে নিম্নমানের ইট ব্যবহার করা হয়। এছাড়া কার্পেটিং দেয়ার আগে বিটুমিন না দিয়ে পিচ করা হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব