পেটে সন্তান নিয়ে স্কুলছাত্রীর অনশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১৮ই মে ২০১৯ ০৯:৩৮ অপরাহ্ন
পেটে সন্তান নিয়ে স্কুলছাত্রীর অনশন

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভায় গর্ভে সন্তান নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন করছে স্কুলছাত্রী সাদিয়া আক্তার (১৫)। শুক্রবার (১৭ মে) সকাল থেকে পৌরসভার চৌধুরীকান্দা গ্রামে সাদিয়া তার প্রেমিক লুৎফর তালুকদারের বাড়িতে অবস্থান নেয়। সে ওই গ্রামের দরিদ্র মোশারফ হোসেনের মেয়ে এবং সদরদী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

স্ত্রীর মর্যাদা পেতে সাদিয়া গত দুইদিন ধরে অনশন অবস্থায় আকুতি-মিনতি করে যাচ্ছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রবিউল ইসলাম ও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাঈদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে, ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য প্রাথমিকভাবে স্কুলছাত্রীর মেডিকেল চেকআপ করানো হয়। শনিবার সকালে প্রেমিক লুৎফর তালুকদারের বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি মামলা করে সাদিয়ার পরিবার।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব