তেতুলিয়ার নদী ভাঙন পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১৮ই মে ২০১৯ ০৭:৪৭ অপরাহ্ন
তেতুলিয়ার নদী ভাঙন পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নকে তেতুলিয়া নদীর সর্বনাশা গ্রাস থেকে রক্ষা করার জন্য নদী ভাঙন পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবঃ জাহিদ ফারুক শামিম এমপি। আজ শনিবার দুপুর ১টায় নিমদী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সভায় বরিশাল পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী জুলফিকার আলী হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবঃ জাহিদ ফারুক শামিম এমপি।

এ সময় প্রধান অতিথি বলেন, নদী ভাঙন রক্ষায় অতিদ্রæত পদক্ষেপ নেওয়া হবে। নদী ভাঙন রক্ষায় প্রকল্প বাস্তবায়ন করতে এখন আর অর্থের অভাব নেই, শেখ হাসিনার সরকারের ক্ষমতায় আসার পর অর্থের অভাব শেষ, শুধু আপনাদের সহযোগীতা দরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক চীফ হুইপ স্থানীয় সংসদ আলহাজ্ব আ.স.ম ফিরোজ (এমপি), ঢাকা পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক খন্দকার খালেকুজ্জামান, পটুয়াখালী (অতি:)  জেলা প্রশাসক হেমায়েত উদ্দিন।  

আরো উপস্থিত ছিলেন,‘ বাউফল উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, বাউফল উপজেলা (দায়িত্বপ্রাপ্ত) নির্বাহী অফিসার শুভ্রা দাস, বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান, নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ।  উল্লেখ্য যে, প্রতিমন্ত্রী জাহিদ ফারুক নাজিরপুর ইউনিয়ন নদী ভাঙন পরিদর্শন ও আলোচনা সভার আগে উপজেলার নুরাইনপুর তালতলি ও ধুলিয়া ইউনিয়নের নদী ভাঙন পরির্দশন শেষে ধুলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রব সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে পথসভায় বক্তব্য রাখেন। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব