রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটার সিগন্যাল মোড়ে দুই প্রাইভেটকারের সংঘর্ষে ফুলবিবি (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের ছয়জন। শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফুলবিবিকে মৃত ঘোষণা করেন। নিউ মার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী নাকিব শাকিল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এলিফ্যান্ট রোড বাটার সিগন্যাল মোড়ে একটি উবার প্রাইভেটকারের সঙ্গে অন্য একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে উবারের গাড়িটি উল্টে যায়। প্রাইভেটকার দুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের স্বজন কামাল হোসেন জানান, ফুলবিবির স্বামী আবুল কালামের চিকিৎসার জন্য পটুয়াখালীর দশমিনা থেকে তারা সপরিবারে সাতজন ঢাকায় আসেন। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ভাড়ায়চালিত উবার প্রাইভেটকারে করে ধানমন্ডির একটি হাসপাতালে যাচ্ছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।