মালেশিয়ায় মানবপাচার চক্রের ৫ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১৮ই মে ২০১৯ ১২:৩০ অপরাহ্ন
মালেশিয়ায় মানবপাচার চক্রের ৫ সদস্য আটক

কোস্ট গার্ড বাহিনী পূর্বজোনের বিসিজি স্টেশান টেকনাফ গতকাল ১৭/০৫/২০১৯ রাত ২৩৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সেন্টমার্টিনের দক্ষিনবীচ এলাকা হইতে ০১ দল পাচারকারী কিছু লোক অবৈধভাবে মালেশিয়ায় লোক পাচার করবে। এর উপর ভিত্তি করে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান টেকনাফের স্টেশান কমান্ডার লেঃ কমান্ডার এম ফয়জুল ইসলাম মন্ডল, (জি), বিএন উক্ত স্থানে অভিযান পরিচালনা করলে মানবপাচারকারী চক্রের সদস্য ০৫ জন এবং অবৈধভাবে মালেশিয়াগামী ১৭ জন রোহিঙ্গা (১০পুরুষ ও ০৭ মহিলা) সদস্যকে ধরতে সক্ষম হয়।

পরবর্তীতে তাদেরকে কোস্ট গার্ড স্টেশান টেকনাফে নিয়ে আসা হয়। বর্তমানে ০৫ জন মানবপাচারকারী চক্রের সদস্যকে টেকনাফ থানায় ও ১৭ জন অবৈধভাবে মালেশিয়াগামী রোহিঙ্গা নারী- পুরুষদেরকে রোহিঙ্গা আশ্রয়শিবিরে হস্তান্তর প্রক্রিয়ধীন রয়েছে।

ইনিউজ ৭১/এম.আ