রিপা ও আলপিনা'র বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে। পিতা জালাল উদ্দিন, বাদাম বিক্রেতা। মাতা নয়নতারা, গৃহিণী। নয়নতারা বেগমের তিন মেয়ের মধ্যে ছোট মেয়ে স্বাভাবিক, তাকে বিয়ে দেওয়া হয়েছে। অপর দুই মেয়ে রিপা ও আলপিনা অস্বাভাবিক হলেও তারা দুইজনই মা নয়নতারা'র "নয়নের মণি"। একজন রিপা বেগম। বয়স ২৯ বছর। অপরজন আলপিনা। বয়স ২৫ বছর। ২০১৬ সালের জুনমাসে তারা দুই বোন সুবর্ণ নাগরিক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। পাশাপাশি দু'জনেই রাষ্ট্রীয় প্রতিবন্ধী ভাতাভোগী হিসেবে নির্বাচিত হন।
তবে দুই মেয়ের এমন জীবনের ব্যাপারে মা নয়নতারা আল্লাহ'র প্রতি নাখোশ না হলেও তাদের ভবিষ্যত নিয়ে চিন্তিত তিনি। তাদের ভবিষ্যত গড়তে অটিজম মেয়ে দুটিকে স্বনির্ভর ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মাতা নয়নতারা সরকারের সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা চেয়েছেন দু'হাত তুলে। এদিকে রিপা বেগম ও আলপিনা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের জানান, এই সৃষ্টি জগতে তাদের শখ-আল্লাদ বলতে কিছুরই আক্ষেপ নেই। তবে তাদের একটিই ইচ্ছে বা চাহিদা, যা তাদের গরীব পিতার পক্ষে পূরণ সম্ভব নয়। সেটি হচ্ছে একটি রঙ্গীন টেলিভিশন। একটি টেলিভিশন হলে, এই পৃথিবীর কিছুটা আনন্দ -উৎসব উপভোগ করতে পারবেন বলে তারা দুই বোন জানান। তাদের স্বপ্ন ঘরে একটি টেলিভিশন আসবে। তাদের এ স্বপ্ন পূরণ হবে কি?
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।