ধর্ষণের মামলা নিতে গড়িমসি, ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ১৭ই মে ২০১৯ ০৭:৫২ অপরাহ্ন
ধর্ষণের মামলা নিতে গড়িমসি, ওসি প্রত্যাহার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ দেওয়ার পরও মামলা না নিয়ে গড়িমসি করায় ওসি আক্তার হোসেনকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার (১৭ মে) জেলা পুলিশের ইন্সপেক্টর (ডিআই-টু) সাজ্জাদ রুমন এই তথ্য নিশ্চিত করেছেন। অভিযোগের বরাতে পুলিশ সূত্রে জানা যায়, ৫ মে রাত ৮টার দিকে উপজেলার আড়াইহাজার পৌরসভার এক গৃহবধূকে বাড়ির পাশের দোকান থেকে সদাই নিয়ে ফেরার পথে তুলে নিয়ে যায় চার বখাটে। এরপর তারা সংঘবদ্ধ হয়ে ধর্ষণ করে তাকে। সেই ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে আবার ব্ল্যাকমেইলের চেষ্টা করা হয়।

এ ঘটনায় ১৫ মে আড়াইহাজার থানায় ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগী গৃহবধূ। তবে ওসি মামলা রের্কড না করে স্থানীয়ভাবে বিচার-সালিশ করে দেওয়ার নাম করে গড়িমসি করেন।  অভিযোগ পাওয়ার ব্যবস্থা না নেওয়া এবং বিচারের অজুহাতে কালক্ষেপন করায় আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেনকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

এছাড়া ধর্ষণের অভিযোগে অভিযুক্ত চার জন ও তাদের দুই সহযোগীর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার (১৬ মে) রাতে আড়াইহাজার থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ হুমকি দাতা কাউসার (২৫) ও আনোয়ার (২০)নামের দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। অভিযুক্ত চার বখাটে হলো- সাহাদ আলীর ছেলে সেলিম (৩০), আব্দুস সালামের ছেলে মাঈনউদ্দিন(২৫), কফিলউদ্দিনের ছেলে সোহেল (২৭) ও নিজামউদ্দিনের ছেলে আবুল (২৬)। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব