
প্রকাশ: ১৭ মে ২০১৯, ১:৪৭

চাঁদপুরের কচুয়া উপজেলায় চার কিলোমিটারের একটি কাঁচা রাস্তা পাকা করার মাত্র দুদিন পরেই ফাঁকা হয়ে গেছে। গত ১৪ মে, মঙ্গলবার রাস্তাটি পাকা করার ঢালাই দেওয়া হলেও ১৬ মে, বৃহস্পতিবার সকালে গ্রামবাসী দেখেন পিচ ঢালাই রাস্তা কার্পেটের মতো উঠে যাচ্ছে। এলাকবাসীর অভিযোগ, নির্মাণকাজে নিন্মমানের উপকরণ ব্যবহার করায় এ পরিস্থিতি সৃষ্টি। স্থানীয় বাসিন্দারা জানান, কচুয়া-কাশিমপুর সড়কের মনপুরা গ্রামের ভেতরে চার কিলোমিটার রাস্তা পাকা করার টেন্ডার হয় ২০১৫ সালে। প্রায় তিন কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। রাস্তাটির কাজ ২০১৫ সালে শুরু হলেও দু’বছর ফেলে রাখা হয়। এরপর আবার কাজ শুরু হলে ২০১৯ সালের মে মাসে তা শেষ হয়।


ইনিউজ ৭১/টি.টি. রাকিব