ভোলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদীর তীরে রেনু পোনা সংগ্রকারীদের বির”দ্ধে ঝটিকা অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা। বৃহস্পতিবার ই-নিউজ একাত্তরে সংবাদ প্রকাশের পরপরই ইউএনও বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র সৎস্য কর্মকর্তা মো. নাজমুস সালেহীন সহ থানা-পুলিশের সহায়তায় বিকাল পৌনে ছয়টার দিয়ে আলিমুদ্দিন-বাংলাবাজার এলাকায় ওই অভিযান পরিচালনা করেন। উপজেলা সিনিয়র সৎস্য কর্মকর্তা মো. নাজমুস সালেহীন জানান, ওই সময় রেনু পোনা সংগ্রহ করা কাজে ব্যবহার করা ২০ টি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। প্রায় ২৫ হাজার রেনু পোনা জব্দ করে মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। তবে পোনা সংগ্রহকারীরা নদীতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায়। ওই স্থানে ইউএনও সবার সহযোগীতা কামনা করে প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নদীর সম্পদ রক্ষার আহবান জানান।
এদিকে অভিযান পরিচালনা শেষে নদীর অপার সম্পদ রক্ষার আহবান জানিয়ে ইউএনও বোরহানউদ্দিনের টাইম লাইনে আবেগঘন স্ট্যাটাস দেন। পাঠকদের জন্য হুবহু তা তুলে ধরা হলো: আজ আলিমুদ্দিন বাংলা বাজার ঘাটে এবং এর সংশ্লিষ্ট এলাকায় অবৈধ ভাবে রেনু পোনা সংগ্রহকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় বিশটি জাল ধ্বংস করাসহ জব্দকৃত পোনা নদীতে অবমুক্ত করা হয়। এ অভিযান নিয়মিতভাবে চলতে থাকবে।
প্রিয় বোরহানুদ্দিন উপজেলাবাসী আপনাদের উপজেলাটি সৃষ্টিকর্তা অপার সম্পদে সমৃদ্ধ করেছেন। এসব সম্পদে আপনার এবং আপনার পরবর্তী প্রজন্মের অংশীদারীত্ব। আসুন রাষ্টের প্রচলিত আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল হই। এ দেশকে এগিয়ে নিয়ে যাই। সম্পদে ভরপুর এ উপজেলাকে সবার কাছে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলি। আর আইন প্রয়োগের চেয়েও আপনার রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা এবং আন্তরিকতা যেকোন সমস্যা সমাধানে বেশি কার্যকর। আসুন মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করি। আপনাদের প্রাণের মানুষ ভোলা -২ আসনের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের মাধ্যমে যিনি সবসময়ই আপনাদের কথা ভাবেন সেই প্রিয় মানুষটির সাহায্যে এ উপজেলাটিকে সামনে এগিয়ে নিয়ে যাই সবাই মিলে।। বিকল্প পেশায় যাতে এ উপজেলার মানুষ আকৃষ্ট হয় এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে এ দায়িত্ব নিতে হবে সবাইকে।। আমরা সবাই যদি যার যার দায়িত্ব ব্যক্তি স্বার্থের বাইরে পালন করতে পারি তবেই একটি সুন্দর সমাজের স্বপ্ন দেখা সম্ভব।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।