আগৈলঝাড়ায় শেখ হাসিনার ৩৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
এফ এম নাজমুল রিপন
প্রকাশিত: শুক্রবার ১৭ই মে ২০১৯ ১২:৪৩ অপরাহ্ন
আগৈলঝাড়ায় শেখ হাসিনার ৩৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৩৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে শহরের প্রধান সড়কে অনুষ্ঠিত র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। তিনি বলেন,  ’৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ব-পরিবারে হত্যাকান্ডের  পর প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের ১৭ মে বিদেশ থেকে এই দিনে দেশের মাটিতে পা রাখেন জননেত্রী  শেখ হাসিনা। তাকে স্বাগত জানায় বাংলার আপামর সাধারণ জনগন। দেশে ফেরার পর থেকে শেখ হাসিনা টানা ৩৮ বছর যাবত বিচক্ষণতার সাথে আওয়ামী লীগ এর নেতৃত্ব দিয়ে বিশ্বে আজ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। 

র‌্যালীতে অংশ গ্রহন করেন সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সহ-সভাপতি এস.এম.হেমায়েত উদ্দিন, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী হাওলাদার, নিত্যানন্দ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন সরদার, মোঃ ইলিয়াস তালুকদার, তথ্য ও গবেষণা সম্পাদক তপন বসু, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মো. শাহীন আলম (টেনু), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ বজলুল হক মন্টু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাধেশ্যাম গাইন, মহিলা বিষয়ক সম্পাদক পিয়ারা ফারুক বখতিয়ার, যুব ও ক্রীড়া সম্পাদক কাজী আওলাদ হোসেন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক তারক চন্দ্র দে, শ্রম সম্পাদক মোঃ ফরহাদ তালুকদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এ্যাড. সুভাশীষ সমদ্দার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মনিমোহন হালদার, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, মোঃ রফিকুল ইসলাম তালুকদার, সহ দপ্তর সম্পাদক প্রদীপ কুমার লাহেড়ী উজ্জল, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদককেএম আজাদ রহমান, কোষাধ্যক্ষ পুলিন চন্দ্র বাড়ৈ, আওয়ামীলীগ নেতা গোলাম মোর্তুজা খান, মলিনা রানী রায়, অমিয় লাল চৌধুরী, এনায়েত হোসেন নান্নু, মোঃ হালিমুজ্জামান হালিম, এ.আর. বক্তিয়ার ফারুক, মৃনাল জয়ধর, মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী জালাল, আবু হানিফ সরদার, শফিকুল ইসলাম শকুল, অনিমা রানী নাগ, তোফাজ্জেল হোসেন তোতা, পবিত্র রানী বাড়ৈ, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক সরোয়ার দাড়িয়াসহ প্রমুখ নেতৃবৃন্দ।