কক্সবাজারের উখিয়ার উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের বড় ইনানী এলাকায় ইনানী পুলিশ ফাঁড়ি অস্ত্রসহ স্থানীয় আমিন ডাকাতকে আটক করেছে। ইনচার্জ সিদ্ধার্থ রায়ের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে তার নিজ বাড়ীতে অভিযান চালিয়ে মৃত হাফেজ কবির আহম্মদ প্রকাশ অন্ধ হাফেজের ছেলে এলাকার চিহ্নিত অস্ত্রধারী ও একাধিক মামলার আসামী রুহুল আমিন প্রকাশ আমিন ডাকাত (৩৮) কে একটি দেশীয় তৈরি অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ আটক করতে সক্ষম হয়। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে ভুক্তভোগীদের মাঝে স্বস্তির নিঃস্বাস ফিরে।এলাকায় মিষ্টি বিতরণ করা হয় বলে জানা গেছে।স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার অত্যাচারে এলাকার সাধারন মানুষ চরম অতিষ্ট হয়ে উঠেছে। শুধু তাই নয়, গত এক সপ্তাহ ধরে আমিন ডাকাত তার স্ত্রী শাহেনা আকতারকে শিকল দিয়ে বেধে শারিরীক ও মানষিক নির্যাতন চালিয়ে আসছে।উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, এব্যাপারে একটি অস্ত্র আইনের মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।