ঢাকা-সিলেট মহা-সড়কে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় পুলিশের এস আই নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৬ই মে ২০১৯ ০৭:২৯ অপরাহ্ন
ঢাকা-সিলেট মহা-সড়কে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় পুলিশের এস আই নিহত

ঢাকা থেকে বাড়ি আসার পথে নরসিংদীর ঢাকা-সিলেট মহা-সড়কের সদর উপজেলার শিলমান্দী ইউনিয়ন পরিষদের সামনে মর্মান্তিক  সড়ক দূর্ঘটনায় পুলিশের এস আই মোস্তাফিজুর রহমান নিহত হয়।বৃহস্পতিবার (১৬মে) দুপুরে জেলার সদর উপজেলার শিলমান্দী ইউনিয়ন পরিষদের সামনে এ দূর্ঘটনা ঘটে।নিহত পুলিশের এস আই মোস্তাফিজুর রহমান জেলার শিবপুর উপজেলার মনসেফেরচর গ্রামের বজলুর রহমানের পুত্র।স্বজনরা সাংবাদিকদের  বলেন,এস আই মোস্তাফিজুর রহমান ঢাকা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি আসার পথে গরু বোঝাই একটি  ট্রাকের ধাক্কায় আহত হয়।

এই সংবাদ শুনে আমরা নরসিংদী জেলা হাসপাতালে আসি এসে দেখি মোস্তাফিজুর নিহত।এ ঘটনার জড়িত ট্রাক  ড্রাইভারের দৃষ্ঠান্ত মুলুক শাস্তি দাবী জানাই।নরসিংদী পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মদ বলেন,এস আই মোস্তাফিজুর রহমানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।এ ঘটনায় জড়িত ট্রাক ড্রাইভার ও ট্রাকটি আটক করা হয়েছে।এঘটনায় জড়িতের বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা গ্রহণ পক্রিয়াধীন রয়েছে।নিহত এস আইকে ময়না তদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পেরন করা হয়েছে।