হিজলায় স্কুলের গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৬ই মে ২০১৯ ০৭:২৭ অপরাহ্ন
হিজলায় স্কুলের গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু

খাদেম হোসেন মাধ্যমিক  বিদ্যালয়ের নিজস্ব গাছের ডাল কাটতে উঠে গাছ থেকে  নিচে পরে গিয়ে,  জয়নাল খা ( ৪৫ ) নামে এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে । মৃত জয়নাল বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর ৭নং ওয়ার্ডের বাসিন্দা। এলাকা সূত্রে জানা যায়, বিদ্যালয়টির পেছনের গাছের ডাল কাটার জন্য ১৩ মে সোমবার বেলা ১১ টার দিকে গাছে উঠে জয়নাল, এক ডাল থেকে অন্য ডালে যাওয়ার সময় গাছের উপর থেকে নিচে পরে যায়। এতে সে মাথায় এবং বুকে আঘাত পায়। হিজলা হাসপাতালে নেয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার  ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়। তবে এ ব্যাপারে হিজলা থানায় অভিযোগ বা মামলা হয়নি।ঘটনার বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ কুমার জানান, বিদ্যালয়ের নতুন ভবনের কাজ চলছে । গাছের ডালের কারণে কিছুটা সমস্যা হচ্ছিলো, তাই তার নাইট গার্ড মোস্তফাকে দিয়ে জয়নালকে আনা হয় ডাল কাটার জন্য ।

জয়নাল গাছে উঠে ডাল কাটাতে গিয়ে নিচে পরে যায়। পরে তার মৃত্যু হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দুলাল মুন্সিও একই কথা বলেন। তার কাছে মামলার কথা জানতে চাইলে জানান, গরিব মানুষ মামলা করে কি হবে। তাছাড়া আল্লাহ তার মৃত্যু এভাবেই রেখেছেন, তাই তার মৃত্যু হয়েছে ।মৃত জয়নালের স্ত্রী রেনু বেগম জানান, এলাকার সবাই তাকে বলছে, মামলা করে কি হবে, তোমরা গরিব মানুষ টাকা নাই। মামলা চালাতে পারবে না। তার পরিবারকে সাহায্য করা হবে, এমন আশ্বাস দিয়ে লাশ দাফন করা হয়েছে । কদিন তো হয়ে গেলো, কেউ আর্থিক বা অন্য কোনো ভাবে সাহায্য নিয়ে আসেনি পরিবারের জন্য। পরিবারের একমাত্র উপার্জনকারী মানুষটিকে হারিয়ে অসহায় হয়ে পরেছে, পরিবারের সদস্যরা