পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হলেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। গত ৮ মে অবসরে যান সিআইডি প্রধান শেখ হিমায়েত হোসেন। নতুন সিআইডি-প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম তার স্থলাভিষিক্ত হলেন। তিনি ১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।১৯৬২ সালের ৩০ অক্টোবর জন্ম নেওয়া মোহাম্মদ শফিকুল ইসলামের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।