চলতি বছর এসএসসি রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আওতায় উত্তীর্ণদের মধ্যে ১৫ হাজারের বেশি শিক্ষার্থী প্রায় ৩০ হাজার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আনোয়ারুল হক প্রামানিক ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেন।পরীক্ষা নিয়ন্ত্রক জানান, ১৫ হাজার ১৭৩ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ের ৩০ হাজার ২৩১টি খাতা চ্যালেঞ্জ করেছে। এসএসির ফলাফল প্রকাশের পরে গত সাত মে থেকে ১৩ মে পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হয়। কাক্সিক্ষত ফলাফল না পেয়ে শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করেছে বলেও জানান তিনি।রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৪ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ১ লাখ ৮৬ হাজার ৮২৮ জন শিক্ষার্থী পাস করেছে। পাসের হার ৯১ দশমিক ৬৪ শতাংশ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।