সরাইলে মাল্টিমিডিয়া ও হুইল চেয়ার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বুধবার ১৫ই মে ২০১৯ ০৩:৩৭ অপরাহ্ন
সরাইলে মাল্টিমিডিয়া ও হুইল চেয়ার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিদ্যালয় পর্যায়ে মাল্টিমিডিয়া ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বুধবার (১৫মে) সকাল সাড়ে এগারোটায় সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিস আয়োজিত সরাইল উপজেলা নির্বাহী অফিসারএ এস এম মোসার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, উপজেলাপ্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবু হানিফ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকিয়া বেগম, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাক আহাম্মেদ এর পরিচালনায় আরো ছিলেন সরাইল উপজেলা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক- শিক্ষিকাগণের উপস্হহিতে অতিথিগণ ৮৩টি বিদ্যালয় পর্যায়ে মাল্টিমিডিয়া ও ৫ জন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব