শিশু হাসপাতালের বাথরুমে মিলল ফুটফুটে নবজাতক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১৫ই মে ২০১৯ ১০:৪৯ পূর্বাহ্ন
শিশু হাসপাতালের বাথরুমে মিলল ফুটফুটে নবজাতক

রাজধানীর শেরেবাংলা নগরের শিশু হাসপাতালের টয়লেট থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দুই দিন বয়সী ওই নবজাতককে উদ্ধার করে তাকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়। এ ঘটনায় হাসপাতালটির ওয়ার্ড মাস্টার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম বলেন, হাসপাতালের শৌচাগারে এক নবজাতককে পড়ে থাকতে দেখে রোগীর স্বজনরা ওয়ার্ড মাস্টারকে জানান। নবজাতকটি দুই দিনের বলে ধারণা করা হচ্ছে। পরে ওই নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বলেন, ভিডিও ফুটেজ দেখে বিষয়টি খতিয়ে দেখা হবে। চিকিৎসকের বরাত দিয়ে ওয়ার্ড মাস্টার বলেন, নবজাতকটি এখন সুস্থ আছে। তার চিকিৎসা চলছে। কে বা কারা এই শিশুকে টয়লেটে ফেলে চলে গেল তার কোনো কুলকিনারা করা যাচ্ছে না।

এ বিষয়ে হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা এম এ হাকিম বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করছে। বুধবার সকালে তদন্ত সাপেক্ষে সব জানা যাবে বলে আশা করছি। তিনি আরও জানান, এখন শিশুটি মোটামুটি সুস্থ আছেন। তার অভিভাবকদের না পাওয়া গেলে কেউ যদি শিশুটিকে দত্তক নিতে চায় তো যথাযথ নিয়মের মধ্য দিয়ে দত্তক নিতে পারেন। সে ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেন তিনি।

ইনিউজ ৭১/এম.আর