নেপালী বংশোদ্ভুত নারীকে যৌন হয়রানি, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
এফ এম নাজমুল রিপন
প্রকাশিত: মঙ্গলবার ১৪ই মে ২০১৯ ০৭:২৮ অপরাহ্ন
নেপালী বংশোদ্ভুত নারীকে যৌন হয়রানি, গ্রেফতার ১

আগৈলঝাড়ায় নেপালী বংশোদ্ভুত নারীকে যৌন নিপিড়নের মামলায় নিপিড়ককে গ্রেফতার করেছে পুলিশ। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা গ্রামের বিশ্বেশ্বর হালদারের ছেলে সুব্রত হালদার (২২) তার প্রতিবেশী নেপালী বংশোদ্ভুত গৃহবধু দুই সন্তানের জননীকে প্রায়ই কু-প্রস্তাব দিয়ে আসছিল।  

এজাহারের বরাত দিয়ে ওসি আরও জানান, নেপালী বংশোদ্ভুত ওই নারী এগারো বছর আগে কুয়েতে চাকুরী করার সময় বাংলাদেশীর সাথে বিয়ে হয়। বিয়ের পর গত তিন বছর আগে স্বামী সন্তান নিয়ে দেশে ফেরেন নেপালী বংশোদ্ভুত ওই নারী।

সোমবার সকাল এগারোটায় নেপালী বংশোদ্ভুত ওই নারীকে ঘরে একা পেয়ে যৌণ নিপিড়ণে বাধা দিলে তাকে গলা চেঁপে ধরে অভিযুক্ত সুব্রত। কোন রকমে ছাড়া পেয়ে গৃহবধু সুব্রতকে অভিযুক্ত করে রাতে থানায় মামলা দায়ের করে, নং-৪(১৩.৫.১৯)। ওই মামলায় পুলিশ রাতে অভিযুক্ত সুব্রতকে গ্রেফতার করে সোমবার সকালে আদালতে প্রেরণ করেছে। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব