বোরহানউদ্দিনে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্বাবায়ন বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১৪ই মে ২০১৯ ০৬:৪৭ অপরাহ্ন
বোরহানউদ্দিনে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্বাবায়ন বিষয়ক কর্মশালা

ভোলার বোরহানউদ্দিনে দিনব্যাপী স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় বোরহানউদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে ভোলা জেলা প্রশাসক  মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই কর্মশালার উদ্বোধন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে বক্তৃতা করেন, জেলা প্রশাসক  মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, কৃষি কর্মকর্তা ওমর ফার”ক, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ। 

ওই কর্মশালায় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারী-আধা-সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক সহ ৮০ জন প্রতিনিধি অংশ নেন। আটটি গ্রুপে বিভিক্ত হয়ে অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ের টেকসই উন্নয়নের ধারনাপত্র প্রদান করেন। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব